মোগল ললনাগণ সম্রাটের হেরেমে তাদের গোটা জীবন অতিবাহিত করতেন। মোগল হেরেমের কথা শুনলে এখনো অনেকের শিরঃদাড়া ঠাণ্ডা হয়ে আসে এবং রহস্যের একটি বাতাবরণ তৈরি হয়। মোগল রমনীগণ সাধারণ ছিলেন না। তারা ছিলেন রাজকীয় মহিলা। তাই তাদের সামাজিক জীবন ছিল সাধারণ মহিলাদের চেয়ে আলাদা। মোগল রমনীদের জীবন যাপন, তাদের বাসস্থান, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, বিনোদন, তাদের আনন্দ বেদনা ও শিক্ষা দীক্ষা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।