লিখেছেন-কামদেব
আকাশে জমাট মেঘ,যে কোন সময় বৃষ্টি হতে পারে। ক'দিন আগে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শেষ হ ল। এখন অপেক্ষা ফল প্রকাশের। পরীক্ষা ভাল হয়েছে। হাতে কোন কাজ নেই,সারা দুপুর টোটো করে ঘু রে বেড়ানো। ছোটো পাড়া সবাই সবাইকে চেনে। একটা সিগারেট খেতে হলেও অন্য পাড়া যেতে হয়।একদিন ধরা পড়ে পানুদার হাতে কান-মলা খেয়েছিলাম।